![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নতুনভাবে যাত্রা শুরু করা ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজে প্রথমবারের মতো কলেজ শাখার নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের শিক্ষাবর্ষে কলেজ শাখা চালু হওয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যই বিশেষভাবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল করিম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আব্দুল গফুর মোল্লা, ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ সরবেশ আলী, আকমল হোসেন, ইদ্রিস আলী, আবুল বাশার, হাজী আব্দুল জালাল উদ্দিন, ইউপি সদস্য আনসার আলী, সানোয়ার হোসেন, ইস্রাফিল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
স্বাগত বক্তব্যে কলেজের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, “আমাদের কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোনো বেতন দিতে হবে না। পাশাপাশি কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ ফ্রি প্রদান করা হবে। আমরা চাই শিক্ষার্থীরা আর্থিক দুশ্চিন্তামুক্ত হয়ে কেবল পড়াশোনায় মনোযোগী হোক।”
সভাপতির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, “ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজ ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।”
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ভূমদক্ষিন স্কুল এন্ড কলেজে প্রথমবার কলেজ শাখার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত https://corporatesangbad.com/521735/ |