![]() |

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার পৌণে ১২টার দিকে ঢাকা রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলয় দাস ধামরাই উপজেলার যাদবপুর এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ৩৭ বছর বয়সী নিলয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসি রেলওয়ে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান বলেন, হাইটেক পার্ক এলাকায় ট্রেনের নিচে কাটা এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা পুলিশে খবর দেয়ার পর নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু https://corporatesangbad.com/521704/ |