সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ সভা ২৭ জুলাই

Posted on September 15, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা২৭ জুলাই, ২০২৫ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ওইদিন ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত আসবে।। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ২৭ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৫.৩১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৮.৭৫ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .২ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৫.৯২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৮৬.৫ টাকা থেকে ১৮১ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৫৯.৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৫৯.৫ টাকা। ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।