![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ২৭৫ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। এদের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে ৪.৯০ টাকায় দাঁড়িয়েছে। তাতেই দরপতনের শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.০৫ শতাংশ কমে ১৯.১০ টাকায় দাঁড়িয়েছে গতকাল শেয়ারটির সমাপনি দর ছিল ২১ টাকা।
এবং শেয়ার দর ২ টাকা বা ৮.৭৩ শতাংশ কমে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। গতকাল শেয়ারটির সমাপনি দর ছিল ২২ টাকা ৯০ পয়সা আর আজকের সমাপনি দর ছিল ২০ টাকা ৯০ পয়সা।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ৮.৭০ শতাংশ যার সমাপনি ২ টাকা ১০ পয়সা , ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৮.৪৪ শতাংশ যার সমাপনি দর ছিল ১০৫ টাকা ২০ পয়সা, বিবিএস ক্যাবলস পিএলসির ৭.৪৯ শতাংশ যার সমাপনি দর ছিল ২১ টাকা, ইনটেক লিমিটেডের ৭.৩২ শতাংশ যার সমাপনি দর ছিল ৩৬ টাকা ৭০ পয়সা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬.৬৯ শতাংশ যার সমাপনি দর ছিল ১১৩ টাকা, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৬৭ শতাংশ যার সমাপনি দর ছিল ১ টাকা ৪০ পয়সা এবং ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৬৭ শতাংশ যার সমাপনি দর ছিল ১ টাকা ৪০ পয়সা ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সোশ্যাল ইসলামী ব্যাংক দরপতনের শীর্ষে https://corporatesangbad.com/521639/ |