![]() |

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর-কলিকাতা রোডে বেনাপোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকার মুকুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাতে দিকে শার্শায় কাজ শেষে মোটরসাইকেলযোগে বেনাপোল বাসায় ফিরছিলো চয়ন হোসেন ও তার বন্ধু শাহিন হোসেন।
এ সময় যশোর-কলিকাতা -বেনাপোল মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা।পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক চয়ন ইসলামকে মৃত ঘোষনা করেন। পরে আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাকের চালক ও সহকারী। জব্দ করা হয়েছে ট্রাকটি। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত https://corporatesangbad.com/521598/ |