![]() |

বিনোদন ডেস্ক: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা শর্মা। সম্প্রতি কারিশমা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন।
কারিশমা লিখেছেন, মুম্বাইয়ের লোকাল ট্রেনযোগে শুটিংয়ে যাচ্ছিলেন অভিনেত্রী কারিশমা। উদ্দেশ্য ছিল চার্চগেট। কিন্তু ট্রেনে উঠার আগেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। ফলে মাথায় গুরুতর চোট পেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
কারিশমা জানিয়েছেন, মুম্বাইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলেন। পরনে শাড়ি ছিল। ট্রেনে উঠার সময় হঠাৎই ট্রেনের গতি বেড়ে যায়। বন্ধুরা ট্রেনের গতিবিধি দেখে ভয় পেয়েছিল। এ কারণে তারাও ট্রেন ধরতে পারেনি। এ জন্য তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত পিঠে ও মাথায় গুরুতর আঘাত পান।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী কারিশমা। শারীরিক পরিস্থিতি সম্পর্কে বলেছেন, আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গেছে। শরীরে জখমের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথায় আঘাত কতটা গুরুতর, সেটি জানার জন্য কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখেছে।
তিনি আরও বলেন, আমার মনোবল শক্ত রয়েছে। দয়া করে আমার দ্রুত আরোগ্য কামনা করুন আপনারা। ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময় আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার।
‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।
আরও পড়ুন:
৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| চলন্ত ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ, হাসপাতালে অভিনেত্রী https://corporatesangbad.com/521523/ |