![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম সুজন সভাপতি এবং দৈনিক আমার নিউজের সম্পাদক মো. আকরাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল (সাপ্তাহিক সময়ের সংবাদ), যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুজন হোসেন (সাপ্তাহিক তারুণ্যের কথা), কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুল (সাপ্তাহিক আবাবিল), সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), দপ্তর সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মিলন (দৈনিক বাংলাদেশ নিশান) এবং প্রচার সম্পাদক এফএম ফজলুল হক (দৈনিক পৃথিবী প্রতিদিন)। এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন অ্যাডভোকেট আমিনুল হক আকবর (দৈনিক আল আযান), গোলাম ছারোয়ার ছানু (সাপ্তাহিক মানিকগঞ্জ), আশরাফুল আলম লিটন (সাপ্তাহিক সবখবর), আব্দুল আলীম (দৈনিক শীর্ষ বার্তা) ও কহিনুর ইসলাম রাব্বি (সাপ্তাহিক সংবাদ জমিন)।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুল ইসলাম (দৈনিক মানিকগঞ্জের কাগজ), মো. আনোয়ারুল হক (দৈনিক বাংলাদেশ মধ্যাঞ্চল), বাবুল আক্তার মঞ্জু (দৈনিক নিউজ), আমির হামজা (সাপ্তাহিক মানিকগঞ্জের খবর) এবং আনিসুর রহমান বুলবুল (সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জ)।
সভায় বক্তারা বলেন, জেলার সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়ন, সম্পাদকদের অধিকার সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সম্পাদক পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। এছাড়াও সংবাদপত্র শিল্পের নানা সমস্যার সমাধানে ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। তারা বিশ্বাস প্রকাশ করেন, সম্পাদক পরিষদের এ কমিটি সম্পাদক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মানিকগঞ্জ সম্পাদক পরিষদের নতুন সভাপতি সুজন, সম্পাদক আকরাম https://corporatesangbad.com/521487/ |