![]() |

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে প্রায় ১৫০ গজ ভেতরে স্থানীয় টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের গাদার মধ্যে থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেসিও-৮৭৫১ সুবেদার মোঃ আতিয়ার রহমান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার https://corporatesangbad.com/521471/ |