নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

Posted on September 11, 2025

স্পোর্টস ডেস্ক: নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ ফুটবল দল আটকে পড়ে অপ্রীতিকর অবস্থায়। তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ দলের দেশে ফেরা হয়ে ওঠে অনিশ্চিত। শঙ্কার কালো মেঘ কাটিয়ে দেশে ফিরেছে জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। বিকেল ৪টা ৪০ মিনিটে বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করেছে দল। একই বিমানে ফিরেছেন বাংলাদেশ থেকে নেপালে গিয়ে ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।

বাংলাদেশ বিমান বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে তারা লিখেছে, ‘নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমান এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।’

সম্প্রতি নেপালে ছাত্র-জনতার আন্দোলনের জেরে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। ফলে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল, কর্মকর্তারা ও ক্রীড়া সাংবাদিকদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ফলশ্রুতিতে সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় সি-১৩০বি পরিবহণ বিমানের একটি বিশেষ ফ্লাইট ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয় আজ সকাল ১১টা ৫৩ মিনিটে। ফ্লাইটের ‘মিশন কমান্ডার’ হিসেবে দায়িত্ব পালন করেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, পিএসসি।

বাংলাদেশ বিমান বাহিনী পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আকাশপথে দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে যেকোন উদ্ধার অভিযান পরিচালনা করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর।