নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

Posted on September 10, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : ফ্লাইট পরিচালনায় নেপাল সরকারের নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে।

নেপাল সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিট পর্যন্ত দেশটিতে সব ধরনের ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞার সময়সীমা বর্ধিত করেছে।

বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি নেপাল সরকারের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে সেখানকার বিদ্যমান পরিস্থিতির কারণে কার্যক্রম স্থগিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গতকাল মঙ্গলবার এবং আজকের স্থগিত হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নতুন ফ্লাইটের বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া সাপেক্ষে অবহিত করা হবে।

নেপালগামী যাত্রীদের ফ্লাইট সূচি সম্পর্কিত সর্বশেষ তথ্য জানার জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে বিমানের কল সেন্টারে ১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

চাহিদা মেটাতে এলএনজি ক্রয় করবে সরকার

ভারত থেকে এলো ২৪৮৫ টন চাল, বাজারে দাম অপরিবর্তিত