দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

Posted on September 9, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর বেড়েছে। এর মধ্যে আগের দিনের তুলনায় ১০ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ এবং ৯ দশমিক ১৭ শতাংশ বা ১ টাকা দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর সমাপনি দর ছিল- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২০৮ টাকা ৯০ পয়সা, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪২ টাকা ২০ পয়সা, ইজেনারেশনের ৩২ টাকা ২০ পয়সা, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ২১ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২৩ টাকা, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯ টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেওডের ৫৪ টাকা ৩০ পয়সা।