এশিয়া কাপে বাংলাদেশের দুই আম্পয়ার

Posted on September 9, 2025

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের পর্দা উঠছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে। ২০২৫ এশিয়া কাপে প্রথমবার অংশ নিচ্ছে আটটি দল। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটি চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছে এই আসরকে

সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপের ১৭তম আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে।

এবারের এশিয়া কাপে মোট দশজন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। তালিকায় আছেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।

বাংলাদেশি দুই আম্পায়ারের সাথে আরও থাকছেন পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলংকার রবীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পল্লিয়াগুরুগে, আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজাতুল্লাহ সাফি, ভারতের রোহান পণ্ডিত ও বিরেন্দার শর্মা।

পুরো আসরে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের এন্ড্রু পাইক্রফট ও ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান ও রুচিরা পল্লিয়াগুরুগে। ম্যাচে আহমদ পাকতিন এবং ইজাতুল্লাহ সাফি টিভি আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাইক্রফট।

সুপার ফোর ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেনি এসিসি।

এবারের এশিয়া কাপে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে মাঠের লড়াইয়ে নামবে। ‘এ’ গ্রুপে আছে-ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে আছে-বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং।

আবু ধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কাল মুখোমুখি হবে আফগানিস্তান-হংকং। ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।