বিক্ষোভ-সংঘর্ষে ১৯ জনের প্রাণহানি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Posted on September 9, 2025

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেড-সদস্যদের বিক্ষোভের পর পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন।

মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে ২ জনসহ মোট ১৯ জন নিহত ও চার শতাধিক আহত হওয়ার ঘটনার পর নৈতিকতাবোধের দায় নিয়ে এ দায়িত্ব ছাড়েন তিনি।

দিনের শুরুতেই নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা দলীয় কার্যালয়ে বৈঠকে রমেশ লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, লেখক বৈঠকেই জানান যে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই তিনি মন্ত্রিসভার বৈঠকে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ১৫ জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, তরুণ নেতৃত্বে শুরু হওয়া জেন জেড আন্দোলন সোমবার নেপালের বিভিন্ন শহরে ব্যাপক আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুসহ একাধিক নগরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে।

এদিন বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন।

নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে।

সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। এ বিক্ষোভ দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে।