ছয় দিনে রেমিট্যান্স এলো ৫১ কোটি ৬১ লাখ ডলার

Posted on September 8, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনে দেশে ৫১ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ১৬১ কোটি টাকার বেশি।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে দেশে ৫১ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৫৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।

এর আগে সদ্য বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।

সবমিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরুর মাস জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫৪১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের (৪৬৯ কোটি ৪০ লাখ ডলার) তুলনায় ৭২ কোটি ২০ লাখ ডলার বেশি। এতে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

আরও পড়ুন:

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার