সিংগাইরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ

Posted on September 8, 2025

নিজস্ব প্রতিনিধি: গেল বছরে জুড়ে মানিকগঞ্জের সিংগাইরে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা পরিষদ মাঠে এক কার্যকরী ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আয়োজিত ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল টিন ও ৬ হাজার করে টাকার চেক অর্থসহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসা কামরুল হাসান সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউএনও কামরুল হাসান সোহাগ তার বক্তব্যে বলেন, “অগ্নিকান্ডে যেসব পরিবার অসহায় হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের কর্তব্য। সরকার তাদের পুনর্বাসন ও পুনর্গঠনে সমন্বিতভাবে কাজ করছে। টিন এবং আর্থিক সহায়তা তাদের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পুনর্নির্মাণে সহায়ক হবে।”

তিনি আরো বলেন, যদি কোনো অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার বাদ পড়ে থাকেন, তাদের ব্যাপারে সঠিক তথ্য পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্বস্ত ও প্রফুল্ল হয়ে উঠে। তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতা তাদের পুনরুদ্ধারে একটি শক্ত ভিত্তি গড়ে তুলবে।