স্যালভো কেমিক্যাল লেনদেনে ফিরবে মঙ্গলবার

Posted on September 8, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্মচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত স্যালভো কেমিক্যালের শেয়ার মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) লেনদেনে ফিরবে। রেকর্ড ডেট এর কারনে আজ লেনদেন বন্ধ আছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেট এর কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন আজ বন্ধ আছে। এদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার ছিল, তারা ২০২৪ সালের ব্যবসায় ঘোষিত লভ্যাংশ পাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা যা ২০২৩ সালে হয়েছিল ১ টাকা ৪৯ পয়সা, ২০২২ সাল ছিল ১ টাকা ৯৮ পয়সা, ২০২১ সালে ছিল .৩৪ টাকা ও ২০২০ সালে ছিল .৩০ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৬ টাকা ২৪ পয়সা যা ২০২৩ সালে ছিল ১৪ টাকা ৯২ পয়সা, ২০২২ সালে ছিল ১৫ টাকা ৪৮ পয়সা, ২০২১ সালে ছিল ১২ টাকা ৬৯ পয়সা ও ২০২০ সালে ছিল ১২ টাকা ৪৬ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ২.৫ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৫ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ২ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৬৫ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৫.১৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১১.৯৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬২.৮৬ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৭.৯ টাকা থেকে ৪৩ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩৪.৫ টাকা। ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।