![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজে বাধা ও নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সিদ্দিক গংদের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে গ্রামবাসী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে বকচর গ্রামবাসী মানববন্ধন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানায়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল হোসেন বাদশা। বক্তব্য রাখেন আব্দুস সালাম, বিপ্লব হোসেন, আক্তার হোসেনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সিদ্দিক ও তার দুই ছেলে বায়েজিদ ও সানোয়ার সমন্বয়কারীর পরিচয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা নিয়মিত চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার করছে। এমনকি প্রতিবেশী প্রতিবন্ধীরাও তাদের হয়রানি থেকে রেহাই পাচ্ছে না।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সর্বশেষ ধর্মীয় প্রতিষ্ঠান বকচর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজেও পিতা-পুত্ররা প্রকাশ্যে বাধা দিচ্ছে। বৈদ্যুতিক সংযোগ লাইনে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়ে মসজিদের সংস্কার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বাধা, চাঁদাবাজি ও মিথ্যা মামলার মতো অন্যায় আর সহ্য করা হবে না।” মানববন্ধনে প্রায় দুই শতাধিক এলাকাবাসীর উপস্থিতি ছিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিংগাইরে মসজিদের উন্নয়ন কাজে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন https://corporatesangbad.com/520995/ |