![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল আলিমের (৪৫) খাসেরচর বাজারে অবস্থিত রড, সিমেন্ট ও হার্ডওয়ার দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এঘটনায় থানায় দায়ের করা অভিযোগের বিষয়টি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম।
এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল আলিম গত ১ সেপ্টেম্বর সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আমার দোকানে অগ্নিসংযোগ করে কম্পিউটার সেট, ক্যাশ কাউন্টারে রক্ষিত নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১লাখ টাকার ক্ষতি সাধন করেছে

তিনি আরো উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করে আসছে। আমার ব্যবসায় ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ ঘটনাটি ঘটানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পার্শবর্তী কীটনাশক ব্যবসায়ী মো. এজাজ আহমেদ বলেন , "এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আলিম মেম্বার দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। দোকানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করা হয়েছে বলে আমরা নিশ্চিত। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আমার দোকানেরও ব্যাপক ক্ষতি হতো। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, ঘটনার পর জরুরী সেবা ৯৯৯ হেল্পলাইনে ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিংগাইরে ইউপি সদস্যের দোকানে অগ্নিসংযোগ https://corporatesangbad.com/520989/ |