![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৩ কোটি ২৫ লক্ষ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এ্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন। এদিন কোম্পানিটির ২২ কোটি ২৫ লক্ষ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, তাতেই লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়ে কোম্পানিটি।
লেনদেনের এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৮ লক্ষ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১ কোটি ৪২ লক্ষ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ইন্স্যুরেন্স পিএলসির ১ কোটি ২২ লক্ষ ৮ হাজার টাকা এবং হাক্কানী পাল্প ও পেপার মিলসের ৬৯ লক্ষ ২ হাজার টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ৬৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন https://corporatesangbad.com/520983/ |