সিরাজগঞ্জে হুরাসাগর নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Posted on September 4, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগর নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের নৌকাঘাটের পাশে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির মাথা থেতলানো ছিল। পড়নে সবুজ রঙের ব্লাউজ, ফিরোজা রঙের সালোয়ার এবং হাতে শাখা থাকায় ধারণা করা হচ্ছে নিহত নারী সনাতন ধর্মাবলম্বী।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌপুলিশকে জানায়। পরে দুপুরে নৌপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সিরাজগঞ্জ নৌপুলিশের এসআই সজীব হোসেন রাজু বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া চলছে।