![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পরিচালনা পর্ষদ মুহাম্মদ আমদাদ উল্লাহকে সিইও (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দিয়েছেন। তিনি ২৮ আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছ (১১) পয়সা যা ২০২৩ সালে আয় হয়েছিল .১৬ পয়সা, ২০২২ সাল ছিল ২৪ পয়সা, ২০২১ সালে ছিল ২০ টাকা পয়সা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৮ টাকা ৯৪ পয়সা যা ২০২৩ সালে ছিল ১৩ টাকা ৬০ পয়সা, ২০২২ সালে ছিল ১০ টাকা ৭৩ পয়সা ও ২০২১ সালে ছিল ১২ টাকা ০৮ পয়সা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২২ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩৭ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৩ কোটি ৭৫ লাখ।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৩৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩২.৬৬ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৭ টাকা থেকে ৬৬.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৬৩.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৬৪.৭ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৬৬ টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ https://corporatesangbad.com/520901/ |