ওয়ালটন হাইটেকের লভ্যাংশ ঘোষণা

Posted on September 4, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৮৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭৫ শতাংশ নগদ ও বাকী ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৫ সালে দিয়েছে ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২৪ সালে দিয়েছে ৩৫০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৩০০ শতাংশ নগদ, ২০২২ সালে ২৫০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৪ টাকা ৭৮ পয়সা যা ২০২৩ সালে ছিল ২৫ টাকা ৮৪ পয়সা, ২০২২ সালে ছিল ৪০ টাকা ১৬ পয়সা ও ২০২১ সালে ছিল ৫৪ টাকা ২১পয়সা।

গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯৯ টাকা ৭৪ পয়সা যা ২০২৪ সালে ছিল ৩৭৯ টাকা ৩০ পয়সা, ২০২৩ সালে ছিল ৩৪৩ টাকা ৭৩ পয়সা, ২০২২ সালে ছিল ৩৩৪ টাকা ৬৮ পয়সা ও ২০২১ সালে ছিল ৩১১ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৮ অক্টোবর, বেলা ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।