![]() |

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের মালিকদের দুটি ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চিকিৎসা প্রতিষ্ঠান সমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় যৌথ স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত, শাকিল ও ওলি এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মমিনুল ইসলামকে যথাক্রমে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় চিকিৎসা প্রতিষ্ঠান সমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ মামুনুল হাসান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় চুয়াডাঙ্গার জনতা ক্লিনিককে জরিমানা https://corporatesangbad.com/520858/ |