গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক-হেলপার নিহত

Posted on September 3, 2025

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের দাক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ্জামান।

তিনি বলেন, ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকায় গেল রাত সাড়ে ১১টার দিকে একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। পরে গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান হেলপারের মৃত্যু হয়।

নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।