সিরাজগঞ্জে ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Posted on September 3, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ১৫৮ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন—মোছা. সাথী আক্তার (৩০), স্বামী মো. মাসুদ রানা; মোছা. আজেদা বেগম (৪৪), স্বামী মো. আবু তালেব খান, পিতা মৃত আবুল হোসেন; এবং মোছা. শারমিন আক্তার (৩১), পিতা মো. আব্দুল খালেক, বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সহযোগিতায় নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।