গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চিকনিকান্দির সুতাবাড়িয়া গ্রামের বড় মৃধা বাড়ি এ ঘটনা ঘটে।
মৃত্যু দুই বোন হলো- মাসুদ রানার শিশুকন্যা মোসাঃ মারিয়াম (৭) ও নিজাম মৃধার শিশুকন্যা মোসাঃ রাফিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে দুজনই চাচাতো বোন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মারিয়াম ঘর থেকে বের হয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় রাফিয়াও তার সঙ্গে যায়। এক পর্যায়ে রাফিয়া পুকুরে পড়ে যায়। রাফিয়াকে বাঁচাতে মারিয়ামও পুকুরে নামে। দুজনেই পানিতে তলিয়ে যায়। ঘরে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন রাফিয়ার খোঁজে বের হয়। অনেক খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ওই শিশু দুটি মৃত্যু হয়। তবে কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু https://corporatesangbad.com/5208/ |