এস. আলম স্টিলসের প্রথম প্রান্তিক প্রকাশ

Posted on November 13, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৫১ টাকা ১২ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ২৬ টাকা ৩২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৫ পয়সা।

এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ২০০৬ সালে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মুলধন ৩৫০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮৪ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০টি।কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৪৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৪ দশমিক ০৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে ।

কোম্পানিটি বর্তমানে ’বি’ ক্যাটাগরিতে রয়েছে। ডিএসইতে আজ (১৩ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা।