![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে গ্রেফতারের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে মোঃ জসিম উদ্দিন মন্ডল (৪৪) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে সুতিয়া নদী থেকে তার উদ্ধার করে লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী নদীরপাড় সূত্রধর বাড়ির মশাখালী মুখী ব্রিজঘাট সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী নদীরপাড় সূত্রধর বাড়ির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান পাগলা থানা পুলিশের একটি দল। পুলিশ দেখে মুখী গ্রামের মোঃজসিম উদ্দিন মন্ডল এবং মোঃ ফাহিম মিয়া দৌড়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় ফাহিম সাঁতার কেটে নদী থেকে উঠে আসতে পারলেও মোঃ জসিম উদ্দিন মন্ডল পানিতে ডুবে নিখোঁজ হন।
ঘটনার পর থেকে নিখোঁজ মোঃ জসিম উদ্দিন মন্ডলকে উদ্ধারের চেষ্টাার পর রোববার দুপুর ২টা ১৫ মিনিটে সুতিয়া নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। জসিম উদ্দিন মন্ডল গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী মধ্যপাড়া গ্রামের মৃত মোঃ আবুল হাসেমের ছেলে।
পাগলা থানা সূত্রে জানা গেছে, মোঃ জসিম উদ্দিন মন্ডল মাদকসেবী ছিলেন।
পাগলা থানার ওসি মোঃ ফেরদৌস আলম জানান, শনিবার নদীতে ঝাঁপ দেওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোঃ জসিম উদ্দিন মন্ডলের লাশ উদ্ধারের জন্য একটানা ব্যাপক অভিযান চালায়।
এর ফলে রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত মোঃ জসিম উদ্দিন মন্ডলের নামে পাগলা থানায় কোনো ধরনের মামলা নেই।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার https://corporatesangbad.com/520519/ |