ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই: আসিফ আকবর

Posted on August 30, 2025

বিনোদন ডেস্ক: দেশেরর জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও বেশ সক্রিয় ছিলেন। আন্দোলন চলাকালে তিনি তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন। ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে সমর্থন দেন। তবে সে সময় সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে নুরকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এমন ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানাচ্ছেন।

শনিবার (৩০ আগস্ট) আসিফ তার ফেসবুক স্ট্যাটাসে ক্ষমতাসীন নেতাদের নির্লজ্জতার কথা তুলে ধরেছেন। আসিফ লিখেছেন, ‘‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’’

আসিফ পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। জানা গেছে, বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার জ্ঞান ফিরেছে।