লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ইসলামী ব্যাংক

Posted on August 27, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশেরপ্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৯৫ পয়সা ইপিএস হয়েছিল ২০২২ সালে যা হয়েছিল ৩ টাকা  ৮৩ পয়সা, ২০২১ সালে ছিল ২ টাকা ৯৯ পয়সা ও ২০২০ সালে ছিল ২ টাকা ৯৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৩৬ পয়সা যা আগের বছর একই সময় ছিল ৪৫ টাকা ২৪ পয়সা, ২০২২ সালে ছিল ৪৩ টাকা ২১ পয়সা, ২০২১ সালে ছিল ৪০ টাকা ৮২ পয়সা ও ২০২০ সালে ছিল ৩৮ টাকা ৮৯ পয়সা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৬১০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে .১৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭৪.৯৮ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৭.৮৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে  রয়েছে ৬.৯৫ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩২.৬ টাকা থেকে ৭১.১  টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪২.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪২.২  টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৪১.৩ টাকা। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।