বাকলিয়ায় চেকপোস্টে ৭২০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

Posted on August 26, 2025

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া থানার পুলিশের অভিযানে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ আগস্ট) রাত সাড়ে ১টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন রংপুর জেলার কাউনিয়া থানার টেপা মধুপুর ইউনিয়নের সদরাতালুক মুন্সিপাড়া এলাকার মৃত আবদুল হালিমের ছেলে মো. আহসান হাবীব (৩০)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল ওয়াহেদ লিটনের নেতৃত্বে এএসআই আজমীর শরীফ, এএসআই জিয়াউর রহমান, এএসআই সুজন কুমার ও এএসআই সাইফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় চেকপোস্টে আসামিকে তল্লাশি করে তার কাছ থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি ইখতিয়ারউদ্দিন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২২) রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।