দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৫’ নিয়ে এল অনার

Posted on August 26, 2025

কর্পোরেট ডেস্ক: বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন, অনার ম্যাজিক ভি৫ বাংলাদেশে উন্মোচন করেছে অনার। আনফোল্ড অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার, আর ফোল্ড অবস্থায় ৮.৮ মিলিমিটার। দারুণ স্টাইলিশ এ ফোনটির ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় এটি সহজে বহনযোগ্য। ১০৪ কেজি ওজনের ভারোত্তোলন করে, ভাঁজযোগ্য স্মার্টফোনের টেকসইত্বের জন্য এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকার গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাজিক ভি৫ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ গ্রামীণফোন ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, “অনার ম্যাজিক ভি৫ তৈরি করা হয়েছে তাদের কথা মাথায় রেখে, যারা একইসাথে চান হাতে থাকা ফোনটি চমৎকারভাবে ব্যক্তিত্বের সাথে মানিয়ে যাবে এবং পারফরমেন্সও হবে শক্তিশালী। ক্রিজ-ফ্রি ফোল্ডিং প্রযুক্তি ও উন্নত সিলিকন-কার্বন ব্যাটারির সংমিশ্রণে বাংলাদেশের ব্যবহারকারীরা পাবেন দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা। আর এই ডিভাইসটি আমাদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেয়ার প্রতিশ্রুতির একটি অন্যতম প্রতিফলন।”

ফোনটিতে রয়েছে ৭.৯৫ ইঞ্চির ইনার ডিসপ্লে ও ৬.৪৩ ইঞ্চির আউটার স্ক্রিন, যা ব্যবহারকারীকে দিবে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। উন্নত হিঞ্জ মেকানিজম ও এআই-নির্ভর প্রযুক্তির ফলে ফোনটি দীর্ঘদিন ব্যবহারেও স্ক্রিনে কোনো ভাঁজের চিহ্ন পড়বে না।

ম্যাজিক ভি৫ -এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৮ প্রসেসর এবং এতে রয়েছে ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। এছাড়াও, ফোনটিতে রয়েছে ৫,৮২০ মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি, যা বিশ্বের প্রথম গণ-উৎপাদিত ২৫ শতাংশ সিলিকন সমৃদ্ধ সিলিকন-কার্বন ব্যাটারি। এই ব্যাটারি অনার সুপারচার্জ প্রযুক্তিতে ৬৬ ওয়াটের পাশাপাশি ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জও নিশ্চিত করবে।
ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে আছে অনার এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম, যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা; যা অত্যাধুনিক এআই ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ছবির মানকে করবে আরও উন্নত। পাশাপাশি, উভয় ডিসপ্লেতেই রয়েছে ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি প্যানেল। পাশাপাশি এর আইপি৫৮ ও আইপি৫৯ রেটিং ধুলাবালি ও পানি থেকে সুরক্ষা দিবে।

বাংলাদেশে অনার ম্যাজিক ভি৫ (১৬ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট) স্টোরেজ এর মূল্য ২,১৯,৯৯৯ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে। ফোনটি আগাম বুকিং করলে ক্রেতারা ২০,০০০ টাকার ছাড় পাবেন। ফোনটির সাথে উপহার হিসেবে থাকছে অনার চয়েস হেডফোনস প্রো ও অনার সুপার চার্জ ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড; সাথে থাকছে ১২ মাসের সুদমুক্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ফোনটির আগাম বুকিং চলবে।

ম্যাজিক ভি৫ -এর পাশাপাশি প্যাড ১০ ট্যাবলেটও উন্মোচন করেছে অনার। এতে রয়েছে ৭ম প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ। ট্যাবটিতে রয়েছে ১০,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াটের সুপারচার্জ সিস্টেম। মাত্র ৬.২৯ মিলিমিটার পুরুত্ব ও ৫২৫ গ্রাম ওজন হওয়ায় দীর্ঘসময় ব্যবহার করেও হাতে ক্লান্তি অনুভব হবে না। ট্যাবটির সাথে রয়েছে স্মার্ট স্টাইলাস কলম। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯৯ টাকা।

ডিভাইস দুইটি সম্পর্কে বিস্তারিত জানতে, ভিজিট করুন - https://smart-honor.com/