ফুলপুরে ট্রাক চাপায় পথচারী স্কুল শিক্ষক নিহত

Posted on August 25, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে ট্রাক উল্টে খাদে পড়ার সময় চাপায় পথচারী স্কুলশিক্ষক মনিরুজ্জামান চঞ্চল (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান চঞ্চল স্থানীয় বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল বাশাটি বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চঞ্চল সেই ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত শিক্ষকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।