ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত

Posted on August 25, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আগামী ১৫ সেপ্টেম্বর ব্যাংকটির ২৬তম এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (৩.৩৫) টাকা যা ২০২৩ সালে আয় হয়েছিল ২.৮৫ টাকা, ২০২২ সালে ছিল ২.৮১ টাকা, ২০২১ সালে ছিল ৩.৩৬ টাকা ও ২০২০ সালে ছিল ২.৯৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৬ টাকা ৪০ পয়সা যা ২০২৩ সালে ছিল ২১ টাকা ৭৪ পয়সা, ২০২২ সালে ছিল ২১ টাকা ৩০ পয়সা, ২০২১ সালে ছিল ২০ টাকা ৪২ পয়সা ও ২০২০ সালে ছিল ১৮ টাকা ৯১ পয়সা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৩০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৮ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১২০৮ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১২০ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৩৭৯।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫.৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৯.০৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬৪.৪৪ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩ টাকা থেকে ৮.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩ টাকা এবং সর্বশেষ লেনদেনের দর ছিল ৩.২ টাকা। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।