এক বছর পর পুঁজিবাজারে লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়াল

Posted on August 25, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ আগস্ট, ২০২৫) দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন প্রধান ডিএসইতে সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ এক বছর পর ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৭৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৮৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ১ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮০ পয়েন্ট।

ডিএসইতে গতকাল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ১৪ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৪টি কোম্পানির, দর কমেছে ১৯০টি কোম্পানির আর অপরিবর্তিত ছিল ২৬টি কোম্পানির শেয়ারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৮ দশমিক ৮ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ৮ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ১ শতাংশ।