![]() |

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেলের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা সোমবার (২৫ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। এছাড়া সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার উচ্চশিক্ষার মানোন্নয়ন, পাঠদানের গুণগতমান বৃদ্ধি, পরীক্ষার সুষ্ঠু পরিচালনা এবং শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক অগ্রগতি নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মুন্সীগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/520129/ |