এসএমই উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক

Posted on August 24, 2025

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি ২৫ জন এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিবে। এই লক্ষ্যে, মাঠ পর্যায়ের উদ্যোক্তাদের উদ্ভাবনী সৃজনশীলতার বিকাশে আন্তর্জাতিক সহায়ক সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এর তত্ত্বাবধানে পরিচালিত "স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)" এর আওতায় সাউথইস্ট ব্যাংক পিএলসি ২৪ আগস্ট থেকে এসএমই উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী এক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো: নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর জনাব মোহাম্মদ ওয়াসিম। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

২৫ জন এসএমই উদ্যোক্তাদের নিয়ে গঠিত প্রথম ব্যাচটি ঢাকার মতিঝিলে সাউথইস্ট ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, ডিজিটাল মার্কেটিং, ঋণ প্রস্তাব প্রস্তুতকরণ সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সাউথইস্ট ব্যাংকের সাথে যুক্ত থাকবেন দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীগণ এবং প্রতিথযশা প্রশিক্ষক বৃন্দ।