আইসিএসবি কর্তৃক ই-রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

Posted on August 24, 2025

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) শনিবার (২৩ আগস্ট) আইসিএসবি-এর প্রধান কার্যালয়ে ‘Submission of Income Tax Return Using e-Return System' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে, যার মূল উদ্দেশ্য ই-রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় হালনাগাদ জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ মোঃ শামিবুর রহমান এফসিএস প্রশিক্ষণটির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধরেন এবং প্রশিক্ষকদের পরিচয় করিয়ে দেন।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট এম. নাসিমুল হাই এফসিএস প্রশিক্ষণ সেশনের সভাপতিত্ব করেন এবং সময়োপযোগী এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে স্বাগত জানান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক ও অতিরিক্ত কর কমিশনার মোঃ ওয়াকিল আহমেদ। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন এনবিআর-এর আইসিটি বিভাগের প্রোগ্রামার তমাল কুমার মজুমদার।

প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ বাংলাদেশের ই-রিটার্ন ব্যবস্থার উপর বিস্তারিত আলোকপাত করেন, যার মধ্যে উল্লেখযোগ্য:
• আয়কর আইন, ২০২৩ অনুসারে আইনি কাঠামো ও রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা;
• ই-রিটার্ন সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য ও কার্যকারিতা;
• নির্ধারিত ফরম্যাটে আয়কর ই-রিটার্ন প্রস্তুতকরণ;
• অনলাইন নিবন্ধন, ই-রিটার্ন প্রস্তুতি, দাখিল, কর পরিশোধ ও কর সনদ প্রাপ্তির ধাপ অনুযায়ী নির্দেশনা;
• আয় শ্রেণীবিন্যাস, করযোগ্য আয় নির্ধারণ ও কর দায় হিসাব নির্ধারণ, ইত্যাদি।

তারা ই-রিটার্ন প্ল্যাটফর্মের (www.etaxnbr.gov.bd) সুবিধাগুলো তুলে ধরেন, যার মধ্যে রিটার্ন দাখিল সহজীকরণ, ডিজিটাল আর্কাইভ, অনলাইন যাচাই এবং দ্রুত সেবা প্রদানের বিষয়সমূহ অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীদের এ-সংক্রান্ত প্রশ্নোত্তর, ব্যবহার নির্দেশিকা ও সহায়তা ব্যবস্থা সম্পর্কেও অবহিত করা হয়।

প্রশিক্ষণ সেশন শেষে একটি পারস্পরিক আলোচনার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা ই-রিটার্ন প্রস্তুতির ব্যবহারিক চ্যালেঞ্জ, অনলাইন পেমেন্ট গেটওয়ে, কর রেয়াত এবং নথি যাচাই সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেন। প্রশিক্ষকবৃন্দ সকল প্রশ্নের উত্তর দেন এবং অংশগ্রহণকারীদের ডিজিটাল সিস্টেম ব্যবহারে উৎসাহিত করেন যার ফলে অন্য করদাতাগণ উৎসাহিত হয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অধিক স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক আইসিএসবির সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

পরিশেষে, আইসিএসবি-এর প্রেসিডেন্ট এম. নাসিমুল হাই এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।