ডিএসইতে আজকের লেনদেন ১২০০ কোটি টাকা

Posted on August 24, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ৩৭ কোটি ৩৪ লক্ষ ৮৩ হাজার ৭৫৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২০০কোটি ২৬ লাখ ৩০ হাজার ৩২৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.২১ পয়েন্ট বেড়ে ৫৩৮৯.১৭ ডিএস-৩০ মূল্য সূচক ১২.১৬ পয়েন্ট বেড়ে ২১০১.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮১ পয়েন্ট কমে ১১৭৯.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিএসসি, বীচ হ্যাচারী, আলিফ ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার ও সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আলিফ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্যারামাউন্ট টেক্সটাইল, ক্রিস্টাল ইন্সুরেন্স, মালেক স্পিনিং, সেন্ট্রাল ইন্সুরেন্স, মুন্নু ফেব্রিক্স, মাগুরা মাল্টিপ্লেক্স, জি কিউ বলপেন ও সোনালী পেপার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোশ্যাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, অ্যাপলো ইস্পাত, বে লিজিং, এমারেল্ড অয়েল, ফিনিক্স ফাইন্যান্স, সাইফ পাওয়ার, মিথুন নিটিং, জিএসপি ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।