![]() |

চুয়াডাঙ্গা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে টিএসপি সার বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ কিটনাশাক উদ্ধার ও টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০, টিএসপি (বাংলা) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩শ’ টাকা বিক্রির প্রমান হওয়ার মেসার্স কামরুল ট্রেডার্সকে জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, রবিবার দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মুদি ও সার-বীজ দোকান তদারকি করা হয়।
এ সময় মেসার্স কামরুল ট্রেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়। একই সাথে টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০, টিএসপি (বাংলা) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩শ’ টাকা বিক্রির প্রমান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুটি অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সেও মালিক কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে টেস্ট করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টেস্ট রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এসময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষুধ, বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ মামুনুল হাসান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার বিক্রির অপরাধে জরিমানা https://corporatesangbad.com/520060/ |