![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক: পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের আরো ৩টি তৈরি পোশাক কারখানা আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে।
পরিবেশবান্ধব উৎপাদন ও যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণের মাধ্যমে তাদের কাছ থেকে এই পরিবেশবান্ধব কারখানার সনদ অর্জন করেছে কারখানা তিনটি।
এ নিয়ে বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ২৬১ টি। তার মধ্যে ১০৯টি প্লাটিনাম, ১৩৩টি গোল্ড এবং ১৫টি সিলভার সনদধারী।
নতুন করে লিড সনদ অর্জন করেছে ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ১, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। ৫৮ পয়েন্ট পেয়ে এটি সিলভার সনদ পেয়েছে।
ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ২, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এটিও ৫৮ পয়েন্ট পেয়ে সিলভার সনদ অর্জন করেছে।
এছাড়া ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ৩, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এই কারখানাও ৫৮ পেয়েন্ট পেয়ে সিলভার সনদ লাখ করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| পরিবেশবান্ধব লিড সনদ পেল আরো ৩ পোশাক কারখানা https://corporatesangbad.com/520028/ |