ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

Posted on August 23, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে তিন শিশু রয়েছে। এদের মধ্যে ১৫ বছর বয়সী একটি শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ এবং ৭ বছর বয়সী অন্য দুই শিশু রাজধানী মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চতুর্থজন, ২৬ বছর বয়সী একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ৬৮ জন, এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বরিশাল বিভাগে ৫৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট ২৮ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৯.২ শতাংশ পুরুষ এবং ৪০.৮ শতাংশ নারী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩০৭ জন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ৪৪০ জন রয়েছেন রাজধানী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট ২৬ হাজার ৭৮১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।