![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক : সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তার ময়নাতদন্ত করা হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও শেখ এহসানুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (২৩ আগস্ট) সকালে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বলেন, বাবার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্তের পর ঢাকায় আনা হবে।
স্বজনরা জানায়, পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভুরঞ্জন সরকারের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড় নয় বরং ঢাকায় আনা হবে। পরে ধর্মীয় রীতি মেনে বরদেশ্বরী কালী মন্দিরের সৎকার করার পরিকল্পনা করেছেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বিভুরঞ্জন সরকার। একদিন পর শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি দল।
বাবার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে ঋত সরকার বৃহস্পতিবার রাতেই রমনা থানায় জিডি করেন। তাতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। বিকেল ৫টার মধ্যে তার বাসায় ফেরার কথা ছিল। তিনি মোবাইল ফোনটি বাসায় রেখে গিয়েছিলেন।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘খোলা চিঠি’ পাঠান, যা বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ই-মেইলে পাঠানো হয়। ফুটনোটে লেখা ছিল- ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, সৎকার ঢাকায় https://corporatesangbad.com/519961/ |