ময়মনসিংহে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

Posted on August 21, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের এক দিন পর আদিল হাসান মাহমুদ নামে দেড় বছর বয়সের ছেলে শিশুর ও গফরগাঁওয়ে নিখোঁজের এক দিন পর সিনথিয়া (৭) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আদিল ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের বোররচর কুষ্টিয়াপাড়ার আল-আমিনের ছেলে।তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ২০ আগস্ট (বুধবার) দুপুরে নিখোঁজ হয় শিশুটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬ টার দিকে পানিহরি গ্রামের নানার বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করে স্বজনরা।

শিশুটির পরিবার জানায়, শিশুটির আকিকা দেওয়ার জন্য তার বাবা আল-আমিন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে তারাকান্দার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে শ্বশুর বাড়িতে আসে। বুধবার দুপুরে আকিকা শেষে মাংস বিতরণ নিয়ে বাড়ীর সকলে ব্যস্ত হয়ে পড়ে। এরপর থেকে শিশুটিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এরপর দিনভর খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। রাতে থানায় নিখোঁজের জন্য জিডি করি শিশুটির বাবা।

এদিকে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মজা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে বাড়ীর লোকজন। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরদিকে গফরগাঁওয়ে নিখোঁজের এক দিন পর সিনথিয়া (৭) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিনথিয়া সালটিয়া গ্রামের মোঃ রুবেল মিয়ার মেয়ে। তার মা সুমি বেগম স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, রুবেল মিয়া মানুষের বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিনথিয়া মায়ের সঙ্গে থাকত ও স্টেশন এলাকায় ঘুরে বেড়াত। বুধবার (২০ আগস্ট) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জিআরপি ফাঁড়ি পুলিশে খবর দেন। ফাঁড়ি পুলিশ গফরগাঁও থানায় খবর দেয়। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া বলেন, গফরগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।