জুলাই মাসে রাজস্ব আদায়ে ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি

Posted on August 20, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: রাজস্ব আহরণ চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

এনবিআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে রাজস্ব আহরণ হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। ২০২৪ সালের জুলাইয়ে আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ দশমিক ০৮ কোটি টাকা।

তবে গত মাসে এনবিআর-এর সামগ্রিক রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১০ দশমিক ৯৬ কোটি টাকা। সেই তুলনায় রাজস্ব আহরণের পরিমাণ ২ হাজার ৮৬১ দশমিক ৯৬ কোটি টাকা কম হয়েছে।

এনবিআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে কাস্টমস উইং থেকে আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা, যা ১৭ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ভ্যাট উইং থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যা ৩২ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি এবং ইনকাম ট্যাক্স উইং থেকে আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা, যা ২১.৬৫ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।