‘সুপারম্যান’ খ্যাত তারকা অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই

Posted on August 19, 2025

বিনোদন ডেস্ক: ‘সুপারম্যান’ সিনেমাখ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন। রবিবার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্ট্যাম্প বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন ‘সুপারম্যান’ চলচ্চিত্র সিরিজের খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শক্তিশালী অভিনয় আর ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতির কারণে তিনি দর্শকের মনে অমর হয়ে আছেন।

১৯৭৮ সালের সিনেমা এবং এর ১৯৮০ সালের সিক্যুয়েলে টেরেন্স স্ট্যাম্প ক্রিস্টোফার রিভের সঙ্গে জেনারেল জোডের আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন। লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার ও বাফটা—দুই পুরস্কারের মনোনয়ন পান তিনি।

স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে বলেছে, 'অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করবে।'

ষাটের দশকে শুধু অভিনয় নয়, তার সুদর্শন চেহারা, ফ্যাশন সেন্স এবং তারকাখ্যাত প্রেমের গল্পও ছিল আলোচনার কেন্দ্রে। অভিনেত্রী জুলি ক্রিস্টির সঙ্গে তার প্রেম কাহিনি এমনকি বিখ্যাত গান ওয়াটারলু সানসেট-এর ‘টেরি মিটস জুলি’ লাইনেও অমর হয়ে আছে বলে দাবি করা হয়। সুপারমডেল জিন শ্রিম্পটনের সঙ্গে সম্পর্কও সে সময় শিরোনাম হয়েছিল।

ছয় দশকব্যাপী দীর্ঘ অভিনয়জীবনে তিনি অভিনয় করেছেন বহু আলোচিত ছবিতে। ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের সময় ক্যারিয়ার কিছুটা ধীরও হয়েছিল টেরেন্স স্ট্যাম্পের। এ কারণে পরবর্তীতে ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’ (১৯৯৪) সিনেমায় একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেন। এছাড়া থ্রিলার, কমেডি ও ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চারসহ বিভিন্ন ধাঁচের সিনেমায় নানা চরিত্রে অভিনয় করেন। সবশেষ ২০২১ সালে হরর-থ্রিলার ‘লাস্ট নাইট ইন সোহো’তে দেখা গেছে তাকে।

স্ট্যাম্পের মৃত্যুতে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে।