![]() |

আন্তর্জাতিক ডেস্ক: ২৫ মিলিয়ন ডলার মূল্যের মূল্যবান গোলাপি হীরা চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুবাই পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুবাই থেকে এএফপি জানায়, দুবাই পুলিশ জেনারেল কমান্ড অত্যন্ত বিরল একটি গোলাপি হীরা চুরি ঠেকিয়েছে। হীরাটির মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
পুলিশ জানিয়েছে, ইউরোপ থেকে হীরাটি নিয়ে আসা একজন ব্যবসায়ীকে সম্ভাব্য ধনী ক্রেতা দেখবে বলে ফাঁদে ফেলে একটি অপরাধী চক্র বিলাসবহুল বাসায় ডেকে নিয়ে আসে। হীরা ব্যবসায়ী সেখানে যাওয়ার পর হীরাটি চুরি হয়ে যায়।
পুলিশ আরো জানায়, আট ঘণ্টার মধ্যে সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করা হয়। বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের টিমের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে এশীয় নাগরিক রয়েছে জানানো হলেও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
দুবাই মিডিয়া অফিসের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রেপ্তার তিনজনের মুখ ঝাপসা রয়েছে। তাদের চুরির সময়কার সিসিটিভি ফুটেজও প্রকাশ হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার https://corporatesangbad.com/519701/ |