নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানির মোট ১৪ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এমারেল্ড অয়েলের ২ কোটি ৯৪ লাখ ২৮ হাজার, দ্বিতীয় স্থানে সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯৭ লাখ ৯৪ হাজার ও তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৫৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংকের ৯২ লাখ ২৫ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৫৫ লাখ ৬ হাজার, এ্যাপেক্স ফুটওয়্যারের ৪৬ লাখ ৭৭ হাজার, এসিআই ফর্মুলেশনসের ৪০ লাখ ৫ হাজার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৯০ হাজার, ড্রাগণ সুয়েটারের ৩৪ লাখ ২০ হাজার এবং এইচআর টেক্সটাইলের ৩৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার https://corporatesangbad.com/51969/ |