![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ সিরাজগঞ্জে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম কালেক্টরেট ভবনের সামনে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবীরা অংশ নেন।
এরপর কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ দেশের নানা স্থানে চাহিদাসম্পন্ন। এখানকার উৎপাদন স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকে। তিনি আরও বলেন, চলনবিলের পানি প্রবাহ রক্ষা করতে হবে, বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না। বিল নষ্ট হলে দেশীয় মাছের ঘাটতি দেখা দেবে। কারেন্ট জাল ব্যবহার রোধে সচেতন হতে হবে এবং সবাইকে নিরাপদ ও টেকসই মৎস্যচাষে অংশ নিতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান জানান, যমুনা নদী, চলনবিল, হুরাসাগর ও নিমগাছী প্রকল্পের কারণে সিরাজগঞ্জে মাছ উৎপাদনে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমানে জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মেট্রিক টন বেশি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রবীণ মৎস্যজীবী আব্দুস সাত্তার মোল্লা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।
বক্তারা উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধ, পোনা ও মাছের ডিম সংরক্ষণ, অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলার মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা মৎস্যজীবীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন https://corporatesangbad.com/519633/ |