![]() |

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান নারী আম্পায়ার সাথিরা জাকের জেসি এবার ইতিহাস গড়তে চলেছেন। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে তিনি এবার ম্যাচ পরিচালনা করবেন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাথিরা জাকের জেসি। এর আগে নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ, এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন জেসি। এবার আইসিসির মূল ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তার।
জাতীয় দলের হয়ে মোটে ৩ ম্যাচ খেলেছেন জেসি। খেলোয়াড়ী ক্যারিয়ার না হলেও আম্পায়ারিং বেশ দীর্ঘ। জেসি এর আগে গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। একই বছরের ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। চলতি বছর মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই আট দল মিলে হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের জেসি https://corporatesangbad.com/519599/ |